Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনূস কি আইন-আদালতের ঊর্ধ্বে— প্রশ্ন সেতুমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ১৩:৫১

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: ‘ড. মুহাম্মদ ইউনূস কি আইন-আদালতের ঊর্ধ্বে’— প্রশ্ন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ড. ইউনূসকে আদালতের দেওয়ার শাস্তির রায়ে সরকারের সমালোচনা করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এ প্রসঙ্গে শুধু এটুকু বলতে চাই, আপনার স্ট্যাটাস, আপনার পজিশন, আপনার ব্যক্তিত্বের উচ্চতা— এগুলো কি আইনের ঊর্ধ্বে? ইউনূস সাহেব কি আইন-আদালতের উর্ধ্বে? শাস্তি কি তাকে আওয়ামী লীগ দিয়েছে? শাস্তি কি তাকে আওয়ামী লীগ সরকার দিয়েছে?’

তিনি আরও বলেন, ‘যেই শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছে তাদের মামলা। সেই মামলায় আদালত তাকে শাস্তি দিয়েছেন। সরকারের কি করণীয় আছে? সরকার কেন এখানে সমালোচনার মুখে পড়বে? এটা তো যথাযথ নয়?’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিন ফরাজীসহ আরও অনেকে।

সারাবাংলা/এনআর/এনএস

ড. মুহাম্মদ ইউনূস সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর