বিদেশিরা না জেনে ড. ইউনূসের রায় নিয়ে সমালোচনা করছেন: অ্যাটর্নি
২ জানুয়ারি ২০২৪ ১৬:৫৯
ঢাকা: অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই শ্রম আদালতের বিচারক ড. ইউনূসের মামলায় রায় দিয়েছেন। বিদেশিরা আমাদের দেশের আইনি ব্যবস্থা সম্পর্কে এতকিছু জানেন না। আমাদের দেশের আইনগত পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা নেই। এ কারণে রায় নিয়ে তারা সমালোচনা করছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বিদেশিরা তো আমাদের দেশের আইনি ব্যবস্থা সম্পর্কে ততটা জানে না। ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে যে মামলাটা হলো সেটা শ্রমিকদের অধিকার আদায় নিয়ে মামলাটি হয়েছে। একজন শ্রমিককে যদি তার প্রাপ্য অধিকার দেওয়া না হয়, আইনের বিধান হচ্ছে তাকে নোটিশ দেওয়া। নোটিশে জবাবে আইনের প্রতিফলন না ঘটলে মামলা দায়ের করতে হয়। ড. ইউনূসকে নোটিশ দেওয়া হয়েছে, এরপর আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বিরুদ্ধে ওনারা সর্বোচ্চ আদালতে এসেছিলেন, সর্বোচ্চ আদালত বলেছেন এই মামলা চলবে। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলা শেষ হয়েছে।
তিনি আরও বলেন, এখন বিদেশিরা আমাদের দেশের আইনি ব্যবস্থা সম্পর্কে এতকিছু জানে না। আমাদের দেশের আইনগত পদ্ধতি ও প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা নাই। যার কারণে আমাদের এখান থেকে যেটা বলা সেটা তারা ফলো করেন, অনুসরণ করেন এবং সে অনুযায়ী বক্তব্য দেন। আমি মনে এখানে যারা ছিলেন অর্থাৎ একটি রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে- ওই রাজনৈতিক দল সরকার যা করে বা রাষ্ট্র যা করে তারই বিরোধিতা করে থাকেন। সেটা তো রাজনৈতিক কারণেই তারা করছেন। তারাই হয়ত বিভিন্ন দেশে সঠিক তথ্য না দিয়ে বিভিন্ন রংচঙ দিয়ে তা বিভিন্ন দেশে পাঠাচ্ছেন। এ কারণে রায় নিয়ে তারা সমালোচনা করছেন।
এর আগে, সোমবার (১ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘনের দায়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালত। তবে আপিল করার শর্তে ড. ইউনূসসহ চার আসামিকে জামিন দেওয়া হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/ইআ