ভোটে ছক্কা মেরে দিও— সাকিবকে শেখ হাসিনা
২ জানুয়ারি ২০২৪ ১৯:৩৬
ঢাকা: বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলার মাঠের মতো নির্বাচনের মাঠেও ছক্কার মারার জন্য বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় এ কথা বলেন।
বক্তৃতা শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরায় দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
এ সময় মাগুরা-১ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাকিবকে পরিচয় করিয়ে দেওয়ার সময় শেখ হাসিনা বলেন, ‘আমাদের একটা রত্ন আছে। এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা-১ এ আমরা নমিনেশন দিয়েছি সাকিব আল হাসানকে। সে বলছে, বক্তৃতা দিতে পারে না। আমি বলেছি, বক্তৃতা দেওয়ার দরকার নেই। তুমি খালি বলবা, ছক্কা মারতে পারো। আর বল করে উইকেট ফেলে দিতে পারো। তাহলেই হবে। এইবারেও ইলেকশনে ছক্কা মেরে দিয়ো।’
এর আগে, জনসভায় বক্তৃতা দেওয়ার সময় সাকিব বলেন, ‘আমি বক্তৃতা দিতে পারি না। মাঠের মানুষ। মাঠে খেলি। যদি ভুল হয় ক্ষমা করে দেবেন।’
সাকিব বলেন, ‘বাংলাদেশের প্রতিটা আসনে যেন নৌকা জয় লাভ করেন।’
মাগুরাবাসীর কাছে ভোট চেয়ে সাকিব বলেন, ‘শুধু আমাকেই নৌকা মার্কায় নয়, ফরিদপুরের চারটি আসনের নৌকার সব প্রার্থীকেই নৌকায় ভোট দিয়ে জয়ী করবেন।’
তিনি বলেন, ‘ফরিদপুর আমার পাশের জেলা। এখানে প্রায়ই আমার যাতায়াত আছে। আমরা যেন পুরো খুলনা জেলাকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে তার হাতকে শক্তিশালী করতে পারি।’
এর আগে সভামঞ্চে প্রবেশ করে প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করেন সাকিব।
নির্বাচনি জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। যারা আমাদের মুক্তিযুদ্ধের সমর্থন দেয়নি, তাদের চক্রান্ত এখনও থেমে যায়নি। আর যেহেতু তারা জানে আমরা কারো কাছে মাথা নত করি না, সেজন্য চক্রান্ত আরও বেশি।’
সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একমাত্র নৌকা মার্কায় ভোট পেলেই আমি সরকারে আসতে পারব। আর উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়তে পারব। বাংলাদেশ কখনও পিছিয়ে যাবে না।’
শেখ হাসিনা বলেন, ‘আরও কাজ বাকি। আমাদের এখন উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এই দেশ গড়ে তুলতে হলে কাকে দরকার আপনারা বলেন। কে ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে?
তিনি বলেন, ‘একমাত্র নৌকা ক্ষমতায় আসলেই দেশের মানুষের উন্নতি হয়। ওই অস্ত্র হাতে নিয়ে অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারীরা ক্ষমতায় এলে দেশের কোনো উন্নতি হয় নাই। উন্নতি হয়েছে একমাত্র যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল।’
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘নৌকা ডিজিটাল বাংলাদেশ দিয়েছে আর আগামী দিনের আমাদের তরুণ সমাজ আছে তাদের জন্য ২০৪১ সালে এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।’
আওয়ামী লীগ সভাপতি ফরিদপুর, মাগুরা এবং রাজবাড়ী জেলার বিভিন্ন আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের জন্য নৌকা মার্কায় ভোট চান।
জনসভায় সভাপতিত্ব করেন ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমান, মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।
এর আগে সড়ক পথে ঢাকা থেকে ফরিদপুর আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বেলা সোয়া ৩টায় সমাবেশস্থলে আসেন তিনি। শেখ হাসিনার আগমনকে ঘিরে পুরো শহরে উৎসবের আমেজ তৈরি হয়।
গত ডিসেম্বর ২০ সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত এবং এরপর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করে আওয়ামী লীগ।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/একে
আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দ্বাদশ সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী ফরিদপুর শেখ হাসিনা