Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের রায়-আদেশ ওয়েবসাইটে আপলোডের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ২০:১৩

ঢাকা: হাইকোর্ট বিভাগে প্রতিটি মামলার শুনানি শেষে আদালত ঘোষিত সংক্ষিপ্ত সিদ্ধান্ত (রায়-আদেশ) তাৎক্ষণিকভাবে অনলাইন কার্যতালিকায় প্রকাশের (ওয়েবসাইটে আপলোড) নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার (১ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের রায় ও আদেশ ওয়েবসাইটে আপলোড করার বিষয়ে বিদ্যমান নির্দেশনাবলী কঠোরভাবে মেনে চলতে হবে।

বিজ্ঞাপন

এর আগে ‘সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফরমস’র সুপারিশের ভিত্তিতে রেজিস্ট্রার কার্যালয়ের চারজনের সমন্বয়ে ওয়েব আপলোড মনিটরিং টিম গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মুহাম্মদ ফারুকী, স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার মো. শামীম সুফী।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম