Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা একটা ফেয়ার ইলেকশন চাই: ইসি রাশেদা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ১৫:৪০

ঢাকা: বিগত দিন থেকে আমাদের একটা অ্যাসিসমেন্ট, ইলেকশনটা যেন কোনভাবেই স্থগিত না হয়ে যায় বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, যেন সর্বমহলে স্বীকৃত হয়।’

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

যেখানেই সহিংসতা হবে সেখানেই নির্বাচন কমিশন অ্যাকশনে যাবে বলে মন্তব্য করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সবাই যাতে অবাধ ও সুষ্ঠভাবে ভোট দিতে পারে সেজন্যই সেনাবাহিনী নামানো হয়েছে। যতটুকু দেখার সুযোগ হয়েছে, আমরা বাইরের পরিবেশ দেখেছি তাতে মনে হয়েছে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। যতগুলো সংলাপ করেছি, সবাই কিন্তু বলেছে সেনাবাহিনী নামান।’

৭ তারিখের ভোট কেন আন্তর্জাতিক অগ্নিপরীক্ষা, এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘আন্তর্জাতিক অগ্নিপরীক্ষা ঠিক ওই সেন্সে না। একসময় ১৯৯১ বা ১৯৯৬ আমার ঠিক সালটা মনে নাই, তখন নানারকম আন্দোলনের মধ্য দিয়ে একটা ভোট হয়েছিল। আপনারা ভালো বলতে পারবেন সেই ইলেকশনটা (১৯৯৬) দীর্ঘদিন স্থায়ী হয়নি। ইলেকশনটা গ্রহণযোগ্য হয়নি বলেই কিন্তু অল্পদিনে আবারও একটা ইলেকশন হয়।
আমরা চাই একটা ইলেকশন হবে, সরকার যে ফর্ম (গঠন) করবে সেই সরকার স্থায়ী রূপ নেবে। যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায় দেশ তখন বিপর্যয়ের মধ্যে চলে যায়। এই সেন্স থেকে হয়তো আমাদের মাথায় এসেছে আমরা একটা ফেয়ার ইলেকশন করবো। আন্তর্জাতিক চাপ বা অন্য বিষয়ই না। কোনো দিক থেকে কোন চাপ না।’

সব দল ভোটে আসার পরে ভোট করা সহজ না কঠিন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমি বলতে পারবো না। কারণ সব দল ভোটে আসার আগেও ভোট করি নাই, পরেও করি নাই। এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। এটা সঠিকভাবে বলতে পারবো না। তবে আমরা এটা বলতে পারি ভোট উৎসবমুখর হচ্ছে।’

সুষ্ঠু ভোট কাকে দেখাতে চান জনগণ না আন্তর্জাতিক মহলে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সবাইকে সুষ্ঠু ভোট দেখাতে চাই। আমাদের দেশের জনগণ ও আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে চাই। আন্তর্জাতিক বিশ্বের কথাটা আমাদের মাথায় রাখতেই হবে কারণ আমরা গোটা বিশ্বের একটা অংশ। আমরা মনে করি আমাদের একটা নৈতিক দায়িত্ব একটা ভালো ভোট করা।’

সরকার সুষ্ঠু ভোটের প্রত্যাশা করে কি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের কোনো লিয়াজোঁ নাই। কোনদিন সরকারের কারও সঙ্গে ওঠা-বসা নেই। তবে পত্রিকায় যা খবর পাচ্ছি, সরকারও চায় একটা ফেয়ার ইলেকশন হোক।’

সারাবাংলা/জিএস/আরডি

ইসি রাশেদা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশনার ফেয়ার ইলেকশন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর