Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন করে সরকার টিকে থাকতে পারবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ১৬:৪৫

ঢাকা: নির্বাচন করে সরকার টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণের আগে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ড. মঈন খান বলেন, ‘আমাকে প্রশ্ন করা হয়, ৭ জানুয়ারির ভোটের পর আপনারা কী করবেন? আমি স্পষ্টভাষায় বলে দিতে চাই- এই সরকারকে বুঝতে হবে ২০২৪ সাল, ২০১৪ সাল এক নয়। সরকার যদি মনে করে একটি ভুয়া ও ধাপ্পাবাজির ভোট করে তারা আবার পাঁচ বছরের জন্য নিশ্চিত করে নেবে এটা কোনো দিন হবে না।’

মঈন খান বলেন, ‘বাংলাদেশের জনগণ স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য বুকের রক্ত দিয়েছে। আমরা রাজপথে থাকব, বুলেট মোকাবিলা করব, আমরা গ্রেনেড মোকাবেলা করব কিন্তু আমরা শান্তিভঙ্গ করব না। এই সরকারকে হটিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব।’

বর্হিবিশ্বের চাপের পরও নির্বাচন হয়ে যাচ্ছে, এ রকম প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‘নির্বাচন হয়ে যাচ্ছে নয়, নির্বাচন হয়ে গেছে। যে দিন ওরা মনোনয়ন দাখিল করেছে সেদিনই একতরফা নির্বাচন হয়ে গেছে। সরকার ইতিমধ্যে ঠিক করে নিয়েছে কোন সিটে কোন এমপি। ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদের কোনো গুরুত্ব বহন করে না।’

‘ইতিমধ্যে আমি বলছি- বিশ্বের শুধু গণতন্ত্রকামী সরকারগুলো নয়, আমেরিকা শুধু নয়, ইউরোপীয়ান ইউনিয়ন শুধু নয়, শুধু যুক্তরাজ্য নয়, শুধু কানাডা নয়, শুধু অস্ট্রেলিয়া নয়, বিদেশে যে মানবাধিকার সংস্থাগুলো আছে যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশল আছে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ আছে তারা প্রত্যেকে ইতিমধ্যে একটি কথা বলেছে ২৮ অক্টোবর বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশের ওপরে সরকার ক্র্যাকডাউন করে এ দেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছে’- বলেন মঈন খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই সরকারের উদ্দেশ্য কীভাবে দিনের ভোট রাতে করবে, অথবা ভূয়া ভোট করবে অথবা ভূয়া সাজানো একটি নির্বাচন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা একটি ভূয়অ ফলাফল বানিয়ে সেই ফলাফল দিয়ে তাদের ইচ্ছা মতো ভোট ভাগাভাগি করে তারা একটি জাতীয় সংসদ সাজিয়ে নেবে। সেই সাজানো জাতীয় সংসদ দিয়ে তারা একটি একদলীয় বাকশালী সরকার গঠন করতে বদ্ধপরিকর।’

সারাবাংলা/এজেড/এনইউ

ড. মঈন খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর