যশোর: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সোনার বারসহ মনিরুল হোসেন (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (২ জানুয়ারি) গভীর রাতে গোগা কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মনিরুল হোসেন শার্শা উপজেলার কালিয়ানি গ্রামের মৃত শামসুর রাহমানের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোগা বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার গোগা কলেজের সামনে অভিযান চালিয়ে মনিরুল হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক কেজি ২২ গ্রাম ওজনের নয়টি সোনার বার, একটি মোবাইল ফোন ও একটি অটোভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য এক কোটি ঊনআশি হাজার সাতশত পঞ্চাশ টাকা।
আটক মনিরুল হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।