Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৯৯ আসনে ৪৩৬ স্বতন্ত্রসহ ভোটের লড়াইয়ে ১৯৭০ প্রার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ২০:৩২

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ভোটের মাঠে লড়াই করবে ১ হাজার ৯৭০ জন প্রার্থী। এরমধ্যে ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ জন প্রার্থী লড়াই করছে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ৪৩৬ জন। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুর কারণে ওই আসনে নির্বাচন স্থগিত করে ইসি। ফলে এবার ২৯৯ আসনে হবে নির্বাচন। বুধবার (৩ জানুয়ারি) ইসি সূত্রে এই তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকায় দেখা যায়- বাংলাদেশ আওয়ামী লীগের ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫ জন, তৃণমূল বিএনপির ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন, ইসলামী ঐক্যজোটের ৪২ জন, কৃষক-শ্রমিক-জনতা লীগের ৩০ জন, গণফোরামের ৯ জন, গণফ্রন্টের ২১ জন, জাকের পার্টির ২১ জন, জাতীয় পার্টি জেপির ১৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৫ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির ১৬ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ১১ জন, বাংলাদেশ জাতীয় পার্টির ৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জন, বাংলাদেশ তরীকত ফেডারেশনের ৩৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের ৫ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র ৪৫ জন, বাংলাদেশ মুসলিম লীগের ৪ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ৬৩ জন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির ২৬ জন, বাংলাদেশ সাম্যবাদী দল-এমএল’র ৪ জন ও গণতন্ত্রী পার্টির ১০ জন।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০ জন নারী প্রার্থী। এদের মধ্যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ১৮ জন, জাতীয় পার্টি থেকে সাত জন ও স্বতন্ত্রের ২৩ জন ভোটের মাঠে রয়েছেন। এছাড়া আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার ২৯৯ সসংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে এবার ১০ হাজার ৩০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্যানুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন।

সারাবাংলা/জিএস/পিটিএম

২৯৯ আসন প্রার্থী ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর