Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক বন্ধ করে প্রচার, সামশুলকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ২১:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১২ আসনে সড়ক বন্ধ করে নির্বাচনি প্রচারের অভিযোগে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে পটিয়ার গোবিন্দরখীল এলাকায় নির্বাচনি প্রচারের সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করায় সামশুল হক চৌধুরীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ সারাবাংলাকে বলেন, ‘নির্বাচনি প্রচারের সময় সড়কে যানজট সৃষ্টি ও চলাচলে বিঘ্ন ঘটানোয় উনাকে অর্থদণ্ড করা হয়েছে। নির্বাচনি বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে, সড়ক ও মহাসড়কে কোনো ধরনের বাধা সৃষ্টি করে প্রচার চালানো যাবে না।’

সারাবাংলা/আইসি/পিটিএম

জরিমানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামশুল হক