Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উবার চালক জামালের তারকা হওয়ার গল্প

স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৪ ১০:৪৯

স্বপ্ন ছিল পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নামা। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে বাধা ছিল পর্বতসমান। আমির জামালের জীবনের সেই বাধা পৌঁছে গিয়েছিল চরম পর্যায়ে। ক্রিকেট থেকে দূরে সরে গিয়ে দীর্ঘদিন করেছেন উবার চালকের কাজও! সেই জামালই এখন পাকিস্তানের নতুন তারকা। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ উইকেটের জুটিতে অবিশ্বাস্য এক ইনিংস খেলে পাদপ্রদীপের আলোয় আসা এই পেসারের জীবনটা রূপকথার গল্পের চেয়ে কোনও অংশেই কম নয়।

বিজ্ঞাপন

ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে আগ্রহের কমতি ছিল না তার। তবে পারিবারিক ও অর্থনৈতিক কারণে সেই স্বপ্নটা পূরণ করতে বেশ বেগ পেতে হয়েছে জামালকে। দুর্দান্ত বোলিংয়ের জন্য অল্প সময়ে নজরে আসেন নির্বাচকদের, সুযোগ হয় বয়সভিত্তিক দলেও। পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছিলেন জামাল। তবে এরপরই নেমে আসে অন্ধকার। দল থেকে বাদ পড়েন,পরিবার চালানোর জন্য অন্য কোনও আয়ের উৎসও ছিল না। শেষ উপায় হিসেবে অস্ট্রেলিয়াতে পাড়ি জমান জামাল, বেছে নেন উবারের ড্রাইভারের চাকরি।

বিজ্ঞাপন

২০১৪ সাল থেকে শুরু হয় তার উবার চালকের জীবন। ভোর ৫টা থেকে শুরু হতো তার কাজ, কখনো কখনো সেটা চলতো মাঝরাত পর্যন্ত। একমাত্র আয়ের উৎস থেকে যা পেতেন, তা দিয়ে কোনরকমে পরিবার চালাতে হতো জামালকে। প্রায় চার বছর এভাবেই কেটেছে তার জীবন। ক্রিকেট থেকে দূরে থাকলেও ক্রিকেট কখনো জামালের মন থেকে যায়নি। সুযোগ পেলেই চলে যেতেন মাঠে, খেলা দেখে একরাশ হতাশা নিয়েই বাড়ি ফিরতেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছিল একটাই, আবার যেন বল হাতে মাঠে নামতে পারেন।

অবশেষে সৃষ্টিকর্তা জামালের ডাকে সারা দিলেন। পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের অস্ট্রেলিয়া সফরের আগে নির্বাচকদের সাথে যোগাযোগ করেন তিনি। সুযোগও এসে যায়। সেখানে তার দারুণ পারফরম্যান্সে জাতীয় দলের দরজাও খুলে যায়। টি-টোয়েন্টি দলে নিজের জাত চিনিয়ে সবাইকে জানান দেন, তিনি থাকতেই এসেছেন। অস্ট্রেলিয়া সফরে অভিষেক হয় টেস্ট দলেও। প্রথম দুই টেস্টে বল হাতে আগুন ঝড়িয়ে অজি ব্যাটারদের বেশ বিপাকেই ফেলেছেন জামাল।

সিডনির তৃতীয় টেস্টে আসে সেই মুহূর্ত। শেষ উইকেটে অবিশ্বাস্য ব্যাটিং করে পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দেন জামাল। ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। বল হাতে আগুন ঝরানোর পর ব্যাট হাতে অজি বোলারদের তুলোধুনো করে ৯৭ বলে করেন ৮২ রান, মেরেছেন ৯ চার ও ৪টি ছক্কা। অল্পের জন্য সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে আউট হলেও পাকিস্তান পায় নতুন এক তারকা।

যে অস্ট্রেলিয়াতে উবার ড্রাইভারের জীবন কেটেছে জামালের, সেই অস্ট্রেলিয়ার মাটিতেই নবজন্ম হলো ক্রিকেটার জামালের।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া উবার জামাল ড্রাইভার তারকা পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর