Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে মাশরুম খেয়ে ১১ জনের মৃত্যু


২১ মে ২০১৮ ২০:৩৬

।। আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানে বুনো মাশরুম খেয়ে বিষক্রিয়ায় ১১ জন মারা গেছেন এবং অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮ শতাধিক মানুষ।
দেশটির পশ্চিমের প্রায় ১০টি প্রদেশ থেকে অসুস্থ হওয়া এসব ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি চিকিৎসকরা।

তাসনিম নিউজের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে মাশরুম বেশ জনপ্রিয় একটি খাবার এবং মাশরুমের বিষাক্ত প্রজাতি সম্পর্কে দেশটির মানুষদের মধ্যে তেমন সচেতনতা নেই। আর এ ঘটনার জন্য দায়ী মাশরুম দেখতে অবিষাক্ত সুস্বাদু সাধারণ মাশরুমের মতোই। ফলে এই মাশরুম খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শত শত মানুষ।

জানা গেছে, অসুস্থদের মধ্যে দুই জনের যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে। এ ঘটনার পর দেশটিতে খোলা স্থান থেকে মাশরুম কেনার প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশটির পশ্চিমে পার্বত্য এলাকায় বসন্তের বৃষ্টির পর বিষাক্ত মাশরুম জন্মে। এখানকার কেরমানশাহ এলাকা থেকেই সাত জন মারা গেছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, গত কয়েক মাসের অবিরাম বৃষ্টির জন্য এই বিষাক্ত মাশরুমের উৎপাদন বেড়েছে।

সারাবাংলা/এমআইএস


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর