Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা ইস্যুতে বাইডেনের নীতির প্রতিবাদে শিক্ষা কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২৪ ১৬:৪২

মার্কিন শিক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার (৩ জানুয়ারি) পদত্যাগ করেছেন। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতে প্রেসিডেন্ট জো বাইডেনের বিতর্কিত হস্তক্ষেপের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

শিক্ষা সচিব মিগুয়েল কার্ডোনাকে লেখা একটি চিঠিতে শিক্ষা বিভাগের পরিকল্পনা, মূল্যায়ন এবং নীতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী তারিক হাবাশ বলেন, আমি নীরব থাকতে পারছি না, কারণ এই প্রশাসন নিরীহ ফিলিস্তিনিদের জীবনের প্রতি সংঘটিত নৃশংসতার প্রতি অন্ধ। নেতৃস্থানীয় মানবাধিকার বিশেষজ্ঞরা ইসরাইলি বাহিনীর অভিযানকে গণহত্যা বলে অভিহিত করেছে।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার জো বাইডেনের নির্বাচনি প্রচার দলের ১৭ জন সদস্য বেনামি এক চিঠিতে বলেছেন, গাজা ইস্যুতে মার্কিন প্রশাসনের নীতির কারণে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হারাতে পারেন জো বাইডেন। তারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন।

চিঠিতে তারা বলেন, যারা কয়েক দশক ধরে ডেমোক্রেটদের ভোট দিয়েছেন তারা এই দ্বন্দ্বের কারণে প্রথমবারের মতো ডেমোক্রেট শিবির থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।

সারাবাংলা/আইই

ইসরাইল গাঁজা জো বাইডেন ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর