‘ছালামের পক্ষে ইউপি চেয়ারম্যানরা ভোটারদের ভয় দেখাচ্ছেন’
৪ জানুয়ারি ২০২৪ ১৯:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৮ আসনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুছ ছালাম ভোটারদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষান।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিজয় কুমার চৌধুরী বলেন, ‘কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুছ ছালামের পক্ষে আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজল দে, পোপাদিয়ার জসিম উদ্দিন ও সারোয়াতলীর বেলাল আহমদ ভোটারদের বিভিন্নভাবে প্রলুব্ধ করছেন।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার উপকারভোগী কার্ড, ভোটারদের সেগুলো না দেওয়ার ভয় দেখাচ্ছেন। অনেক প্রার্থী টাকা ছড়াচ্ছেন, যাদের কোনো জনসম্পৃক্ততা নেই। তারা ওই এলাকায় ১৫ বছরে একবারও যাননি,’— বলেন বিজয়।
চসিকের সাবেক এ কাউন্সিলর বলেন, ‘আমি বোয়ালখালীর সন্তান। চট্টগ্রাম-৮ আসনের নদীর এ পাড়ে নাগরিক সুবিধা ভোগ করি। বোয়ালখালীতে গ্রামীণ পরিবেশ। মাইনুদ্দিন খান বাদল বোয়ালখালীর উন্নয়নে কাজ করেছেন। তার মৃত্যুর পর দুটি উপনির্বাচন হয়েছে। একটিতে মোছলেম উদ্দিন আহমদ নির্বাচিত হন। তিনি অনেক প্রকল্প হাতে নেন। কালুরঘাট সেতু প্রধানমন্ত্রী করে দেবেন। শিগগির কাজ শুরু হবে আশা করি।’
বোয়ালখালীকে স্মার্ট করে গড়ে তোলার অঙ্গীকার করেন বিজয়। বলেন, ‘আমি নির্বাচিত হলে বোয়ালখালীবাসীকে একটি স্মার্ট এলাকা উপহার দিতে চাই। ঐতিহ্যবাহী স্যার আশুতোষ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। এ কলেজ অনেক পুরানো। বাংলাদেশের অনেক রথী-মহারথী এ কলেজ থেকে পাস করেছেন। শিক্ষা ও অবকাঠামো উন্নয়নকে আমি অগ্রাধিকার দেবো।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের ও সাবেক শ্রমিক নেতা মহব্বত আলী খান।
সারাবাংলা/আইসি/টিআর
আবদুচ ছালাম কালুরঘাট সেতু চট্টগ্রাম-৮ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিজয় কুমার চৌধুরী