Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকের দায়িত্ব নিলেন নতুন পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ২৩:০৮

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব বুঝে নিলেন নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। নির্দেশনা অনুযায়ী তিনি বেশ কয়েকদিন আগে হাসপাতালে যোগদান করলেও আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন আজ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলের দিকে বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক নতুন পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব বুঝে নেওয়ার পর পরই নতুন পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘ঢাকা মেডিকেল হাসপাতাল হচ্ছে একটি জাতীয় হাসপাতাল। এ হাসপাতালটি রোগীদের আস্থার প্রতীক, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্তদের কাছে। ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। রোগীদের চিকিৎসার মান আরও কীভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা অলরেডি হাতে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোগীদের চিকিৎসায় অনিয়ম, হাসপাতালের ভেতরে দালাল প্রবেশ- এগুলো নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নতুন পরিচালক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের অনুরোধ জানান, রোগীদের চিকিৎসায় যেন কোনো গাফিলতি না হয়। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। সবশেষে বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে ধন্যবাদ জানান ঢামেক পরিচালক আসাদুজ্জামান।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ঢামেক নতুন পরিচালক

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর