Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ০০:১৪

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবহন বিভাগে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আকষ্মিক অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করেন। ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার কে এন নিয়তি রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জ্যোতির্ময় সরকার ২০১২ সালে ৩০তম বিসিএস’র মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

তার মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীর শোক প্রকাশ করেছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

জ্যোতির্ময় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর