Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতের সবজিতে ভরপুর বাজার, তবু দাম চড়া

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ১৫:৩০

ঢাকা: শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজার। তবুও ক্রেতাদের জন্য নেই কোনো সুখবর। শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার, শ্যামলী ও কল্যাণপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আগারগাঁওয়ের বিএনপি বাজারে সবজি বিক্রেতা মো. বাচ্চু মিয়া সারাবাংলাকে বলেন, চলতি সপ্তাহে বেশিরভাগ সবজির দাম চড়া। লাউ, মটরশুটির দাম বেড়েছে। আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, সিম, কাঁচা মরিচসহ সব ধরনের সবজির দামই চড়া।

বিজ্ঞাপন

শ্যামলীর কাঁচা বাজারে সবজি বিক্রেতা মামুম মিয়া সারাবাংলাকে বলেন, আজ টমেটো দাম গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কম। আর কোন সবজির দাম কমেনি। এদিন পেঁপে প্রতি কেজি ৩০-৩৫ টাকা, গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা, মুলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা, গাঁজর প্রতি কেজি ৫৫-৬০ টাকা, সিম প্রতি কেজি ৬০-৭০ টাকা, ফুলকপি প্রতি পিস আকারভেদে ৫০-৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিস আকারভেদে ৫০-৬০ টাকা, লাউ প্রতি পিস ৮০-৯০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা।

এছাড়া, কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, পটল প্রতি কেজি ৭০-৮০ টাকা, শসা প্রতি কেজি ৫০-৬০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০-১২০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ১৪০-১৫০ টাকা, করলা প্রতি কেজি ৭০-৮০ টাকা, টমেটো প্রতি কেজি ৭০-৮০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ৪০-৫০ টাকা, নতুন আলু ৬০-৬৫ টাকা, নতুন পেঁয়াজ ১০০ টাকা, রসুন ২৪০-২৫০ টাকা, আদা ২৪০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

পশ্চিম আগারগাঁওয়ের সবজি বিক্রেতা সজল মিয়া সারাবাংলাকে বলেন, চলতি সপ্তাহে লাউয়ের দাম বেড়েছে। এ ছাড়া আলুসহ অন্যান্য সবজির দাম গত সপ্তাহের মতোই আছে।

বিজ্ঞাপন

দাম বেড়েছে পোল্ট্রি মুরগির। গত সপ্তাহে পোল্ট্রি ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ ২১০ থেকে ২২০ টাকা, সোলালিকা মুরগি ৩১০-৩২০ টাকা, কক মুরগি ২৯০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আগারগাঁওয়ের বিএনপি বাজারের পোল্ট্রি মুরগির বিক্রেতা সুমন মিয়া সারাবাংলাকে বলেন, গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে কেজি প্রতি ১০-২০ টাকা বেড়েছে। আজ পোল্ট্রি ২১০-২২০ এবং সোনালি মুরগি ৩১০-৩২০, কক মুরগি ২৯০ টাকা কেজি দরে বিক্রি করছি।

তবে ডিমের বাজার গত সপ্তাহের মতোই আছে। বয়লার মুরগির ডিম ১৩০ টাকা ডজন এবং হাঁসের ডিম ২২০ টাকা। আর কোয়েল পাখির ডিম ৫০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

এদিন গরুর মাংস কেজি প্রতি ৬৫০ টাকা এবং খাসি ১০৫০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শ্যামলীর কাঁচা বাজারের আশরাফি মাংস বিতানের বিক্রেতা মো. টুটুল আশরাফি বলেন, সরকার নির্ধারিত ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছি। এতে আমাদের খুব অল্প লাভ হচ্ছে। আগামী সপ্তাহেই দাম বাড়তে পারে।

এদিন এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের রুই মাছ ৩৫০-৩৮০ টাকা কেজি, পাঙাস ১৫০-১৬০ টাকা কেজি, কৈ ২৪০-২৫০ পাবদা ৪৫০-৫০০ টাকা কেজি, তেলাপিয়া ২৫০-২৬০ টাকা কেজি, সিলভার কার্প ১৫০-১৮০ টাকা, সিং ৬৫০ টাকা, গুলশা ৭০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ৭০০-৮০০ কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

আগারগাঁওয়ের মাছ বিক্রেতা মোহাম্মদ সাঈদ মিয়া সারাবাংলাকে বলেন, ৭০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছি। অন‌্যান্য মাছের দাম গত সপ্তাহের মতোই আছে।

তবে বাজারভেদে মাছ-মাংসসহ সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত কম বেশি হতে পারে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

দর বাজার রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর