Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়োজনে মাদরাসা শিক্ষায় আরো সংস্কার হবে: শিক্ষামন্ত্রী


২১ মে ২০১৮ ২১:০৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সরকার এরই মধ্যে মাদরাসা শিক্ষাকে যুগোপোযোগী করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘মাদরাসা পড়ুয়ারা এখন মেডিকেল-বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার স্বাক্ষর রাখছে। ভবিষ্যতে আধুনিক শিক্ষার সঙ্গে তাল মেলাতে আরো সংস্কারের প্রয়োজন হলে সরকার তাও করবে।’

সোমবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদ কমপ্লেক্সে আয়োজিত ‘মানবতার বিকাশে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।

দেশে ইসলামের প্রসারে জন্মলগ্ন থেকে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশের আলেম সমাজের মধ্যে একক ও গ্রহণযোগ্য এ অরাজনৈতিক সংগঠনটি চায় একটি ফিতনামুক্ত সমাজ। সরকারেরও লক্ষ্য সেটি। সুতরাং জমিয়াতুল মোদাররেছীন দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলেও ভূমিকা রাখবে। এতে করে সরকারের কাজ সহজ হবে।’

জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদরাসা বিভাগ) কাজী কেরামত আলী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সরকার দলীয় সংসদ সদস্য বজলুল হক হারুন, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর।

শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাদরাসা শিক্ষার ভিত্তি মজবুত করতে জমিয়াতুল মোদাররেছীনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত এম এ মান্নান সে সময় সাহসী উদ্যোগ না নিলে হয়তো মাদরাসা শিক্ষার আজকের জায়গায় আসতে আরো অনেক সময় লাগতো। তার সঠিক সিদ্ধান্তেই সে সময় দেশের আলেম-ওলামারা ঐক্যবদ্ধ হয়েছিল। সরকারও তখন থেকে এ শিক্ষার বিকাশে যথাযথ পৃষ্ঠপোষকতা দিতে শুরু করে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রমজান মানুষের দৈহিক শৃঙ্খলার সঙ্গে সঙ্গে তার আত্মিক জীবনের পরিশুদ্ধি ঘটায়। আগে অন্যান্য নবীদের সময় রোজা পালনের বিধান থাকলেও শেষ নবী হযরত মুহম্মদ (স.)-এর সময় তা একটি পরিপূর্ণ বিধান হিসেবে পরিগণিত হয়। এর মধ্যে আমাদের পারিবারিক-সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের শিক্ষা লুকিয়ে রয়েছে।’

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, ‘বাংলাদেশে মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিশেষভাবে দায়িত্ব দিয়েছেন। আমি তার নির্দেশনা অনুযায়ী এ শিক্ষা ব্যবস্থাকে দেশের সাধারণ শিক্ষার কাতারে নিয়ে আসতে চাই। ইসলামি শিক্ষা ঠিক রেখে কিভাবে এ শিক্ষাকে আরো যুগোপযোগী করা যায়, সে বিষয়ে আমি প্রতিদিন বিভিন্ন জনের সঙ্গে আলাপ-আলোচনা করছি।’ এ সময় তিনি উপস্থিত সবাইকে একটি নাতে রাসুল (স.) গেয়ে শোনান।

সংসদ সদস্য বজলুল হক হারুন বলেন, ‘জমিয়াতুল মোদাররেছীন বাংলাদেশের আলেম সমাজের একক প্রতিনিধিত্বশীল সংগঠন। ছাত্রজীবন থেকে আমি এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দেশে ইসলামের প্রচার ও প্রসারে এ সংগঠনের ভূমিকা কোনোভাবেই কম নয়। অথচ এটিকে বিভিন্ন সময় ভাঙার ষড়যন্ত্র করা হয়েছে।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেন, বর্তমানে দেশে মাদকবিরোধী অভিযান চলছে। প্রতিদিনই কথিত অপরাধীদের মারা হচ্ছে। এভাবে সফলতা আসবে না। এ জন্য দেশের আলেম-ওলামাদেরও সম্পৃক্ত করতে হবে। তাদের সঙ্গে নিয়ে এ ধরনের সামাজিক অপরাধ নির্মূলে সরকারকে কাজ করারও আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এমএস/টিআর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর