খাগড়াছড়ির দুর্গম ২ কেন্দ্রে হেলিকপ্টারে গেল নির্বাচনি সরঞ্জাম
৫ জানুয়ারি ২০২৪ ২১:১৮
খাগড়াছড়ি: লক্ষ্মীছড়ি উপজেলায় হেলিক্প্টারযোগে নির্বাচনি সরঞ্জাম ও জনবল পাঠানো হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে এসব পাঠানো হয়।
কেন্দ্রগুলো হলো- উপজেলার ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দু’টি কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ১২১ জন।
হেলিকপ্টারে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম ছাড়াও একইসঙ্গে ২ জন প্রিজাইডিং অফিসার, ২ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৪ জন পোলিং অফিসার, ৫ জন পুলিশ, ১২ জন আনসারসহ মোট ২৪ জন করে ৪৮ জন জনবল পাঠানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার, সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও
খাগড়াছড়ির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি সরঞ্জাম হেলিকপ্টার