শনিবার দেশি-বিদেশি সাংবাদিকদের ভোটের অগ্রগতি জানাবে ইসি
৫ জানুয়ারি ২০২৪ ২৩:০৫
ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে দেশি-বিদেশি সাংবাদিক ও বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে ‘মিট দ্যা প্রেস’ আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)।
অনুষ্ঠানটি আগামীকাল শনিবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর ববঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিফিং করা হবে। এরইমধ্যে ‘মিট দ্যা প্রেস’ আয়োজনে যোগ দেওয়ার জন্য দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো শেষ হয়েছে।
অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ইসির সচিব জাহাংগীর আলম জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জন্য ৬ জানুয়ারি বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে। সেখানে অনুগ্রহ করে আপনারা (গণমাধ্যম) সবাই সেখানে উপস্থিত থাকবেন।
ইসি সচিব আরও বলেন, ‘আমরা নির্বাচন সংক্রান্ত সব বিষয়গুলো দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন, তাদের সম্মুখে জানাতে চাই।’
এর আগে গত ৪ জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হোটেলে দেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের নির্বাচনের অগ্রগতি জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ১৯৭১ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের প্রচারণা শেষে হয়েছে আজ সকাল ৮টায়। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
সারাবাংলা/জিএস/এমও
ইসি দেশি-বিদেশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের অগ্রগতি সাংবাদিক