Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ‘আনকা সান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ২৩:৫০

বাগেরহাট: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ভানুয়াতের পতাকাবাহী জাহাজ এম ভি আনকা সান।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জাহাজটি ১ হাজার ৭২৭ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্টের খুলনার ম্যানেজার সাধন কুমার জানান, গত ৩ ডিসেম্বর রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে জাহাজটি ছেড়ে আসে। খালাস শেষে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প স্থানে পণ্য পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সব মালামাল মোংলা বন্দরের মাধ্যমেই আমদানি করা হয়েছে।

সারাবাংলা/এমও

মোংলা বন্দর রূপপুর বিদ্যুৎ কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর