চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালীতে আওয়ামী লীগের দলীয় তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী অভিযোগ করেন, ওই তিন চেয়্যারম্যান সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখিয়েছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বিজয় কুমার চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আমরা ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রতীক্ষায় ছিলাম। কিন্তু গত দুইদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রার্থীর পক্ষ নিয়ে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সারোয়াতলীর বেলাল আহমদ ও আমুচিয়ার কাজল দে তাদের লোকজন দিয়ে এলাকার সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে নানা প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করছেন।’
তিনি আরও বলেন, ‘ভোটারদের বলা হচ্ছে, ভোটকেন্দ্রে গেলে তাদের কাছ থেকে বয়স্ক ও বিধবা ভাতাসহ ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কেনার সরকারি সুবিধাভোগী টিসিবির কার্ড কেড়ে নেওয়া হবে। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এসব বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে ওই আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, ‘এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার কোনও প্রার্থী নেই। তাই আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যাকে সবচেয়ে যোগ্য মনে করেছি তাকে সমর্থন দিয়েছি। আমাদের বিবেচনায় বিজয় কুমার চৌধুরী সবচেয়ে যোগ্য প্রার্থী। কিন্তু গত দুদিন ধরে তিনটি ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটারদের নিয়ে যা ঘটছে তা কাম্য হতে পারে না।’
এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরীর নির্বাচনী সমন্বয়কারী আবু তাহের উপস্থিত ছিলেন।