আগুন সন্ত্রাসের শিকার বেনাপোল এক্সপ্রেস, অঙ্গার ৪ দেহ | ছবি
৬ জানুয়ারি ২০২৪ ০২:১৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৪ ০৩:২৯
দুর্বৃত্তের আগুনে পুড়ল ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস। রাজধানীর কমলাপুর স্টেশনে ঢোকার আগে আগে গোপীবাগ এলাকায় ট্রেনটিতে আগুন দেয় কে বা কারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাঁচ বগিতে। যাত্রীরা যথাসাধ্য চেষ্টা করেছেন নেমে যেতে। স্থানীয়রা চেষ্টা করেছেন আগুন নেভাতে। ফায়ার সার্ভিসও কাজ করেছে। শেষ পর্যন্ত যখন আগুন নিভেছে, তখন ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে চারটি মরদেহ। দগ্ধ একজন আর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরও তিনজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
গোপীবাগ থেকে অগ্নিদগ্ধ বেনাপোল এক্সপ্রেসের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- আগুনে পুড়ছে বেনাপোল এক্সপ্রেস। ছবি: হাবিবুর রহমান/ সারাবাংলা
- ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছিল
- পথে গোপীবাগ এলাকায় থাকতেই ট্রেনে আগুন লাগে
- ট্রেনে যখন আগুন দেওয়া হয়, সময় রাত ৯টা মতো
- আগুন খুব দ্রুতই ছড়িয়ে পড়ে পাঁচটি বগিতে
- শুরুতে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে যান
- আগুনে জ্বলতে থাকা বগিগুলো থেকে যাত্রীদের উদ্ধার করতেও সহায়তা করেন
- তারা জানিয়েছেন, আগুনের তীব্রতার কারণে সহজে ট্রেনের কাছে যেতে পারছিলেন না
- ফায়ার সার্ভিস পরে এক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে
- ততক্ষণে পাঁচটি বগিই পুড়ে গেছে
- দুর্বৃত্তের আগুন কেড়ে নিয়েছে পাঁচটি তাজা প্রাণ