Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নেতাদের বাসায় পুলিশের অভিযান, আটক নবী

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ১৩:২১

নবী উল্লাহ নবী, ফাইল ছবি

ঢাকা: বিএনপির ঢাকা মহানগরের সিনিয়র নেতাদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীকে আটক করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি। এর আগে, গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের একটি বাসা থেকে নবীকে আটক করে পুলিশ।

এছাড়াও পুলিশ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের দোলাইপাড় এবং জুরাইনের বাসা, উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হকের বাড্ডার বাসা এবং যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতির কাফরুলের বাসায় পুলিশ তল্লাশি চালায় বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আনম সাইফুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত গভীর রাতে আমার তিনটি বাড়িতেই পুলিশ তাণ্ডব চালিয়েছে। ইতোমধ্যে আমার ড্রাইভার ও দারোয়ানকে আটক করেছে পুলিশ। কয়েকদিন আগে নতুন নিয়োগ দেওয়া দারোয়ানকেও মারধর করে আটক করে নিয়ে যান।

মহানগর দক্ষিণের দফতরে দায়িত্বপ্রাপ্ত সদস্য সাইদুর রহমান বলেন, গত গভীররাতে ঢাকা মহানগর বিএনপির অনেক নেতার বাসায় তাদের আটকের জন্য পুলিশ তল্লাশি চালায়। তল্লাশীকালে নেতাদের বাড়িতে পুলিশ ভাঙচুর চালায় বলে অনেক আমাদের কাছে অভিযোগ করেছেন।

সারাবাংলা/এজেড/এনএস

নবী উল্লাহ নবী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর