Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ২ ভোটকেন্দ্রে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ১৫:০৬

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) ভোরে এবং সকালে ভোটকেন্দ্র দুটিতে আগুনের ঘটনা ঘটে।

এর মধ‍্যে ভোর ৪টার দিকে গফরগাঁও পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরেছে বিদ্যালয়ের ৪টি কক্ষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যালয়টি ভোট কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল। ভোটকেন্দ্রের আনুমানিক ৫০ গজ দূরে পেট্রোলের একটি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা ভোররাতে স্কুলের আধা পাকা ভবনের পেছনের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভবনটির চারটি কক্ষের ওপরের টিনের চালা আগুনে পুড়ে যায়। স্থানীয়রা খোঁজ পেয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশকে ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গফরগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-তদন্ত) আনোয়ার হোসেন বলেন, জরুরী সেবা ৯৯৯ হটলাইন নম্বরে খবর পেয়ে থানা পুলিশ ভোর ৫টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। নির্বাচন বিরোধী নাশকতা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

এদিকে নান্দাইল উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮টায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সারাবাংলা/ইআ

ভোটকেন্দ্রে আগুন ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর