জামালপুর-৫: নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রেজাউলের সংবাদ সম্মেলন
৬ জানুয়ারি ২০২৪ ১৫:২৫
জামালপুর: নির্বাচনি ক্যাম্পে হামলা, ভাঙচুর, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন, প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) রেজাউল করিম রেজনু। এসময় তিনি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের তমালতলাস্থ আওয়ামী লীগের দলীয় অফিসে (একাংশ) এ সংবাদ সম্মেলন করা হয়।
রেজাউল করিম বলেন, মেলান্দহ মাদারগঞ্জের সংসদ সদস্য মির্জা আজম ও জামালপুর-৫ সদর আসনের নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের নির্দেশে আমার নির্বাচনি ক্যাম্পে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয় প্রশাসনকেও প্রভাবিত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, নৌকার প্রার্থী অবৈধ টাকার ছড়াছড়ি, অস্ত্র এবং বিভিন্ন জায়গা থেকে ক্যাডার বাহিনী নিয়ে এসে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। একজন সাবেক আমলার এত টাকার উৎস কোথায়?
তিনি আরও বলেন, ৭ জানুয়ারি জামালপুর-৫ আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবিতে আমার এই সংবাদ সম্মেলন। আমি এই আসনের নির্বাচন সরাসরি মনিটরিং করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানাচ্ছি।
সারাবাংলা/এনইউ
জামালপুর-৫ আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবাদ সম্মেলন স্বতন্ত্র প্রার্থী