Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরের ৩ প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ১৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে বীরগঞ্জ উপজেলায় ৩ প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া তিন প্রিজাইডিং অফিসার হলেন- বীরগঞ্জ টি বি এম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, মহিলা কলেজের প্রফেসর রফিকুল ইসলাম ও ঝাড়বাড়ি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ পাল।

সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী বলেন, ‘স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তিন জন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। পরে তিন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

দিনাজপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাহার প্রিজাইডিং অফিসার বীরগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর