চট্টগ্রামে নির্বাচনি সরঞ্জাম বহনকারী বাসে আগুন
স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৪ ২১:১২
৬ জানুয়ারি ২০২৪ ২১:১২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম রেখে ফিরছিল একটি বাস। সেই বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। তবে ভোটের সরঞ্জাম সব ঠিক আছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চান্দগাঁও থানার চর রাঙ্গামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত সারাবাংলাকে বলেন, চট্টগ্রাম-৮ আসনের ভোটকেন্দ্র ইউসুফ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুলের কাছে চালক ভোটের সরঞ্জাম রেখে রাস্তার কাছে বাস দাঁড় করালে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সময় বাসের হেলপার বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন এবং আগুন দেখে প্রাণ বাঁচাতে বাস থেকে লাফ দেন।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে আছি এবং ঘটনার তদন্ত করছি। অগ্নিনির্বাপক কর্মীরা এসে আগুন নিভিয়েছে। ভোটের সরঞ্জাম সব ঠিক আছে।
সারাবাংলা/আইসি/এনইউ