তেজগাঁওয়ে ভোটারদের উপচেপড়া ভিড়, নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ
৭ জানুয়ারি ২০২৪ ১০:০৩
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়ার দুটি স্কুলে সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাছা ইংলিশ মিডিয়াম স্কুলে (পুরুষ কেন্দ্র) ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা দীর্ঘ লাইনে দাড়ান। অন্যদিকে তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (নারী কেন্দ্র) নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাড়ান।
রোববার (৭ জানুয়ারি) সকালে স্কুল দুটিতে দেখা যায়, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। পুরুষ কেন্দ্রের ভোটার সংখ্যা পাঁচ হাজার ৯৮২ জন আর নারী কেন্দ্রের ভোটার সংখ্যা আট হাজার ৫৪২ জন।
প্রিজাইডিং অফিসার অভিষেক বসাক বলেন, এই কেন্দ্রে ৬জন প্রার্থী আছেন। এরমধ্যে তিন জনের ছয়জন করে এজেন্ট এসেছেন। বাকী তিনজনের আসেননি। নৌকা, লাঙল আর আম মার্কার এজেন্ট এসেছেন। এখানে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নারী ভোটার অপর্ণা দেবী বলেন, ‘ভোট দিলাম কেউ কিছু বলেনি। কোনো বাধা নেই। নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। যার যেখানে ইচ্ছা সেখানেই ভোট দিচ্ছে।’
অন্যদিকে রবিউল ইসলাম নামে এক ভোটার বলেন, ‘লাঙল মার্কায় ভোট দিয়েছি। এতে কেউ বাধা দেয়নি। কেন্দ্রেও পুলিং এজেন্ট আছেন, নৌকার এজেন্টরা কিছু বলেনি। সব মিলে ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে বলে মনে করি।’
সারাবাংলা/ইউজে/ইআ