স্ত্রীকে নিয়ে লাইন পেরিয়ে ভোট দিলেন নওফেল
৭ জানুয়ারি ২০২৪ ১১:২৫
চট্টগ্রাম ব্যুরো: সাধারণত রাজনীতিক কিংবা জনপ্রতিনিধিদের যে অভ্যাস, পরে এসেও সাধারণ মানুষদের টপকিয়ে ভোটকেন্দ্রে ঢুকে ভোট দেওয়া, সেই রীতি ভাঙলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভোট শুরুর প্রায় এক ঘন্টা পর কেন্দ্রে এসে সাধারণ ভোটারদের পেছনে সারিতে দাঁড়ান নওফেল ও তার স্ত্রী এমা ক্লেয়ার বার্টন। সারি ধরে এগিয়েই উভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সঙ্গে ছিলেন স্ত্রী এমা ক্লেয়ার বার্টন ও ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।
দেখা যায়, ভোটকেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গেই নওফেল ও তার স্ত্রীকে ভোটারের সারির পাশ দিয়ে নিয়ে যাবার চেষ্টা করেন আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহরলাল হাজারী। কিন্তু নওফেল ও তার স্ত্রী সামনে না গিয়ে প্রায় ৩০-৩৫ জন ভোটারের পেছনে সারিতে দাঁড়ান। ১০ মিনিটের মতো সারিতে দাঁড়িয়ে এরপর দু’জন ভোটকেন্দ্রে ঢোকেন।
ভোট দিয়ে বের হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের প্রতিক্রিয়ায় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘এবারের নির্বাচন সত্তরের নির্বাচনের মতো হচ্ছে। সেই নির্বাচনে যেভাবে বাঙালি জাতি জাতির জনককে জনরায় দিয়েছিল, সে ধরনের উৎসাহ ও স্বতঃস্ফূর্ততা এবার মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, যে রাজনৈতিক শক্তিগুলো বাংলাদেশ বিরোধী, তারা এবারের নির্বাচন বর্জন করছে। ২০১৪ সালেও তারা বর্জন করেছিল, এবারও করছে।’
‘তবে ২০১৪ সালে তারা জ্বালাও-পোড়াও করে মানুষকে ভয় লাগাতে পেরেছিল। এবার কিন্তু তারা মানুষকে ঘরে রাখতে পারেনি। মানুষ বাঁধভাঙ্গা জোয়ারের মতো ভোটকেন্দ্রে আসছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছে।’
নওফেল সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে নির্ভয়ে, নিঃসঙ্কোচে সবাই ভোট দিতে আসুন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে এসেছি, আপনারাও আসুন। সবাই মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী এবং পরিবারের প্রাপ্তবয়স্ক যারা আছেন সবাই ভোটকেন্দ্রে আসুন এবং গণতন্ত্রের উৎসবে শরিক হোন।’
বিদেশি শক্তি পেছনে না থাকলে বিএনপি বিলিন হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে নাশকতার চেষ্টা কিছু কিছু জায়গায় হয়েছে। তবে এগুলো নস্যাৎ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি আবার শুরু করেছে। তাদের যেসব নেতা এর সঙ্গে জড়িত তাদের অনেকেই স্বীকার করেছে। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, যারা সন্ত্রাসী কাজ করে তাদের কি আপনারা আপনাদের দেশে রাজনীতি করতে দেবেন ?’
‘আমাদের দেশ এখনও এতটুকু সহনশীল যে, সন্ত্রাস করেও, মানুষ পুড়িয়েও তারা এখনও এদেশে রাজনীতি করছে শুধুমাত্র কিছু বিদেশি শক্তির উসকানির কারণে। এ শক্তি যদি তাদের পেছনে না থাকে তাহলে তারা বিলিন হয়ে যাবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হবে এবং মানুষ পোড়ানোর রাজনীতি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে।’
নওফেলের স্ত্রী ইংল্যান্ডের বংশোদ্ভূত এমা ক্লেয়ার বার্টন এবার প্রথম ভোট দিয়েছেন। বিদেশিনি এমা ভোটকেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে অনেকে তাকে ঘিরে ধরেন, কেউ সেলফি তোলেন, নারীদের কয়েকজন এগিয়ে জড়িয়ে ধরেন। নওফেল সারাবাংলাকে জানান, এক দশক আগে বিয়ে হলেও এমা সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন।
ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে এমা ক্লেয়ার বার্টন সাংবাদিকদের বলেন, ‘আমার অনেক খুশি লাগছে ভাই। এটা আমার প্রথম সময়। এটা আমার প্রথম ভোট। তাই আমার অনেক খুশি লাগছে। এখানে ভোট সিস্টেম অনেক স্মুথ। অনেক ভালো লাগল ভোট দিয়ে। জয় বাংলা।’
এর বাইরে চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেল উত্তর ধুম দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর তার বাবা ওই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও একই কেন্দ্রে ভোট দেন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী গহিরা এ জে কে ওয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সকাল পৌনে ১০টায় আনোয়ারার হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্রে ভোট দেন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডে হাজী দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম আবদুল লতিফ ৩৬ নম্বর ওয়ার্ডের বারিক মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
সারাবাংলা/আইসি/এসএন/আরডি/ইআ
চট্টগ্রাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল