Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী

লোকাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১২:৫১

বেনাপোল: নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি ভোট কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় নিজের নির্বাচনি কার্যালয়ে এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ আমার ৯ জন এজেন্টকে মারধর করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটার ও কর্মীদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ৫৫টি কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। এর আগে, ১৯ ডিসেম্বর আমাকে মারধর করা হয়। এখন পর্যন্ত ১৫০ নেতাকর্মী আহত হয়েছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘প্রশাসন আমাকে কোনো ভাবেই সহযোগিতা করেনি। এখন যে পরস্থিতি তাতে যেকোনো মায়ের বুক খালি হতে পারে। আমি এমন ভোট চাই না।’

আশরাফুল আলম লিটন বলেন, ‘ওরা প্রমাণ করছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। হয়তো ১০ শতাংশ ভোট পড়বে। কিন্তু তারা ৫০ শতাংশ ভোট দেখানোর প্রক্রিয়া চালাচ্ছে। যে কারণে এমন প্রহসনের নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি।’

সারাবাংলা/ইআ

আশরাফুল আলম লিটন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর-১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর