ভোটাররা আবারও নৌকাকে বিজয়ী করবেন: টিপু মুনশি
৭ জানুয়ারি ২০২৪ ১৪:১৪
রংপুর: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা আবারও তাকে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রংপুর-৪ আসনের নির্বাচনি এলাকার পীরগাছার জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল। তবে এ নিয়ে নির্বাচনে তেমন কোনো উত্তাপ নেই। গত নির্বাচনেও তিনি জাতীয় পার্টির প্রার্থী হয়ে মাত্র সাত হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। গত নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবার নির্বাচনে না আসায় নির্বাচনে জয় পাওয়া নিয়ে টিপু মুনশিও নির্ভার রয়েছেন।
এ আসনে মোট ভোটার চার লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ দুই লাখ ৩৫ হাজার ৪৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/ইআ