জাল ভোট দিতে গিয়ে ধরা, ৪ তরুণকে ৬ মাসের দণ্ড
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৭:৫৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:০৭
৭ জানুয়ারি ২০২৪ ১৭:৫৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৪ ২০:০৭
খাগড়াছড়ি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জাল ভোট দিতে দিয়ে ধরা পড়া চার তরুণকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় বড় পানছড়ি (দক্ষিণ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান এই সাজা দেন।
আটককৃতরা হলেন— উপজেলার ১নং লোগাং ইউপির ফাতেমানগর গ্রামের মো. সাগরের ছেলে শওকত (১৯), আবদুল হকের ছেলে জহির হাসান (১৮), মৃত ইয়াকুব আলী ছেলে হালিম (২০) ও মৃত শাহজাহানের ছেলে কুল মিয়া।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তরুণরা পুলিশ হেফাজতে রয়েছে।
সারাবাংলা/জিএম/এনএস