Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া সেই যুবক ‘ব্ল্যাক শামীম’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৮:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলীতে পিস্তল উঁচিয়ে ‍গুলি করা এক যুবকের ছবি ছড়িয়ে পড়ার পর তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। ওই যুবকের নাম শামীম আজাদ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘পিস্তল দিয়ে গুলি করা যুবকের পরিচয় আমরা জানতে পেরেছি। তার নাম শামীম আজাদ। যাচাই-বাছাইয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

জানা গেছে, শামীম আজাদ নগরীর ওমরগণি এমইএস কলেজ ‘ছাত্রলীগের কর্মী’ হিসেবে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর গ্রুপের সঙ্গে যুক্ত। ব্ল্যাক শামীম নামে তাকে এলাকার লোকজন চেনেন। তার নামে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। ঘটনার পর থেকে ওয়াসিমের সঙ্গে শামীমের বিভিন্ন ছবিও ফেসবুকে ঘুরছে।

ওয়াসিম এমইএস কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নগর যুবলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি। তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেটি চট্টগ্রাম-১০ আসনের আওতাধীন। দ্বাদশ সংসদ নির্বাচনে ওয়াসিম ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের পক্ষ নেন বলে প্রচার আছে।

রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে এম মনজুর আলমের একটি নির্বাচনি ক্যাম্পের সামনে থেকে শামীমকে গুলি ছুঁড়তে দেখা যায়, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে ভোটগ্রহণে সমস্যা হয়নি।

বিজ্ঞাপন

সংঘর্ষে গুলিবিদ্ধ হন দু’জন। তারা হলেন— শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শান্ত আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানা গেছে।

শামীমের বিষয়ে জানতে চাইলে ওয়াসিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘শামীমকে আমি চিনি। তবে সে কি করেছে আমি জানি না। আমার তো অনেক অনুসারী আছে।’

স্থানীয়দের মধ্যে আলোচনা আছে, ঘটনার সময় ওয়াসিম পাহাড়তলী কলেজ কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন। সংঘর্ষ থেমে যাবার পর তিনি অনুসারীদের নিয়ে বের হয়ে চলে যান। তবে ওয়াসিম উদ্দিন সংঘর্ষের সময় ওই কেন্দ্রে থাকার কথা অস্বীকার করেছেন।

সারাবাংলা/আরডি/এনএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্ল্যাক শামীম শামীম আজাদ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর