Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকা নিয়ে ডুবলেন ওয়ার্কার্স পার্টির বাদশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ১৯:৪৭

রাজশাহী: রাজশাহী-২ (সদর) আসন থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নৌকা প্রতীকের প্রার্থী হয়েও জিততে পারলেন না ফজলে হোসেন বাদশা। গত তিন বারের মধ্যে দুইবার নৌকা প্রতীকে এবং একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার হলেও এবার কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক।

এই আসনের ১১২টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফলে দেখা যায়, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ১৪১ ভোট। অন্যদিকে ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪২৩ ভোট। সে হিসাবে ২৩ হাজার ৭১৮ ভোটে হেরে গেছেন বাদশা।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।

রাজশাহী সদরের এই আসন থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন ফজলে হোসেন বাদশা। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয় পান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার নৌকা প্রতীক নিয়ে তিনি জয় পান। নবম ও একাদশ দুই নির্বাচনেই তিনি বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের মিজানুর রহমান মিনুকে পরাজিত করেছিলেন।

সারাবাংলা/টিআর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ফজলে হোসেন বাদশা শফিকুর রহমান বাদশা স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর