স্পিকার শিরীন শারমিন ফের বিপুল ভোটে বিজয়ী
৭ জানুয়ারি ২০২৪ ২৩:৩১
রংপুর: রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আবারও ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন বর্তমান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এই আসনের মোট ১১১টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী পেয়েছেন এক লাখ আট হাজার ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ৩৬ হাজর ৮৩২ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ৯ হাজার ১৬ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এবারের বিজয়ের মধ্য দিয়ে এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী।
সারাবাংলা/টিআর
জাতীয় সংসদের স্পিকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী স্পিকার