Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাটহাজারী এবারও জাতীয় পার্টির আনিসুলের

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ০২:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-৫ আসনে এবারও জিতেছেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনের ‘সুবিধা নিয়ে’ এ নিয়ে তিনি চারবার এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম হলে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার চট্টগ্রাম মহানগরী ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর একাংশ) আসনে মোট ভোটার চার লাখ ৭৫ হাজার ৭১৩। ভোট দিয়েছেন ৯৭ হাজার ৫৬৮ জন। ভোটের হার ২০ দশমিক ৬২ শতাংশ।

মোট ১৪৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আনিসুল ইসলাম মাহমুদ পেয়েছেন ৫০ হাজার ৯৭৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান চৌধুরী কেটলি প্রতীকে ৩৬ হাজার ২৫১ ভোট পেয়েছেন।

মহাজোটের সংসদ সদস্য হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ একবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারে পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান।

সারাবাংলা/আরডি/টিআর

আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর