রাঙ্গামাটির ৮ কেন্দ্রে শূন্য ভোট!
৮ জানুয়ারি ২০২৪ ১১:৫০
রাঙ্গামাটি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির দুটি উপজেলার আটটি ভোটকেন্দ্রে কোনো ভোট পড়েনি। ওই আটটি ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৫৯ জন।
যে আটটি কেন্দ্রে ভোটই পড়েনি সেগুলোর মধ্যে তিনটি কাউখালী উপজেলায়। এগেুলো হলো— ফটিকছড়ি ইউনিয়নের নাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার ৭৭৫ জন), ঘাগড়া ইউনিয়নের বর্মাছড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার ১৬৬৫ জন) এবং পানছডি উচ্চ বিদ্যালয় (ভোটার দুই হাজার ২৬ জন)।
কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রক্তিম চক্রবর্তী এই তিন কেন্দ্রে ভোট না পড়ার তথ্য নিশ্চিত করেছেন।
শূন্য ভোটের বাকি পাঁচটি কেন্দ্র বাঘাইছড়িতে। কেন্দ্রগুলো হলো— বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার তিন হাজার ১৯২ জন), সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার দুই হাজার ১৪২ জন), তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার এক হাজার ৯৪৮জন), কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার এক হাজার ৮২৭ জন) এবং শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার সংখ্যা এক হাজার ৫৮৪ জন)।
বাঘাইছড়ির ইউএনও এবং সহকারী রিটার্নিং অফিসার শিরীণ আক্তার এই পাঁচ কেন্দ্রে শূন্য ভোটের তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলার চার লাখ ৭৪ হাজার ৩৫৪ জন ভোটারের মধ্যে নারী ভোটার দুই লাখ ২৭ হাজার ৩৬ জন, পুরুষ ভোটার দুই লাখ ৪৭ হাজার ৩১৬ এবং হিজড়া ভোটার রয়েছেন দুজন।
অভিযোগ রয়েছে, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের ভোট বর্জনের কারণে ইউপিডিএফ অধ্যুষিত এলাকাগুলোতে ভোটার উপস্থিতি দেখা মেলেনি। আওয়ামী লীগের অভিযোগ, সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে না আসতে বাধ্য করেছে ইউপিডিএফ।
সারাবাংলা/টিআর