Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চমবারের মতো সংসদ সদস্য হলেন তাজুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১১:২৯

ঢাকা: পঞ্চমবারের মতো জয় পেয়েছেন একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৯৪৬টি।

মো. তাজুল ইসলাম ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০১৮ সাল থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মো. তাজুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৮২৬০ ভোট এবং জাতীয় পার্টির মো. গোলাম মোস্তফা কামাল লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৬,১৫৯ ভোট।

লাকসাম ও মনোহরগঞ্জ এ দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে প্রায় ৫৮.৯৮ শতাংশ। এই আসনের মোট ভোট কেন্দ্র ১২৬টি। এরমধ্যে লাকসাম উপজেলায় ৬৬টি এবং মনোহরগঞ্জ উপজেলায় ৬০টি কেন্দ্র।

সারাবাংলা/আরএফ/এমও

কুমিল্লা-৯ তাজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ সদস্য


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর