বরিশালে ৪টি আসনে নৌকা, ২টিতে লাঙ্গল-স্বতন্ত্রের জয়
৮ জানুয়ারি ২০২৪ ১১:৪৪
বরিশাল: বরিশাল জেলার ৬টি আসনের চারটিতে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) মনোনীত প্রার্থী, ১টিতে জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) জয়লাভ করেছে।
সোমবার (৮ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। জেলার ৬টি আসনে মোট ৩৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বরিশাল জেলা রিটার্নিং কার্যালয় থেকে তথ্য অনুসারে জানা যায়, বরিশাল-১ আসনে (আগৈলঝাড়া-গৌরনদী) বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট।
এ আসনে ১২৯ কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। এ আসনে ভোটার ছিল ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে ১ লাখ ৮৪ হাজার ৩৪টি ভোট পড়েছে।
বরিশাল-২ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। তিনি এই আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।
এ আসনে ১৩৬ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৩৬১ জন ভোটার ভোট দিয়েছেন।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ৫২ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬২৪ ভোট।
এ আসনে ১২৪টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে ৯৬ হাজার ৯১ জন ভোটার ভোট দিয়েছেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ১০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মিজানুর রহমান পেয়েছেন ৭ হাজার ৬৪৫ ভোট।
এ আসনের ১৪৯ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ২২৭ জন। এর মধ্যে মোট ১ লাখ ৭৪ হাজার ৯০৬ জন ভোট দিয়েছেন।
বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত জাহিদ ফারুক শামিম পেয়েছেন ৯৭ হাজার ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।
এ আসনে ১৭৬ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে মোট ১ লাখ ৩৩ হাজার ৯৭৪ জন ভোটার ভোট দিয়েছেন।
বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের মেজর হাফিজ মল্লিক নৌকা প্রতীক নিয়ে ৬০ হাজার ১০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামচুল আলম চুন্নু (ট্রাক) ৩৯ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন।
এ আসনে ১১৩ কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ২ লাখ ৯৫ হাজার ৫০৯ জন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৫১৩ জন ভোটার ভোট দিয়েছেন।
সারাবাংলা/এমও