ভোলার ৪ আসনেই নৌকা বিজয়ী
৮ জানুয়ারি ২০২৪ ১২:৩৪
ভোলা: ভোলা জেলার ৪টি নির্বাচনি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবগুলো আসনেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
ভোলা-১ আসনে ১ লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ৫ হাজার ৯৮০ ভোট।
ভোলা-২ আসনে ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বাইসাইকেল প্রতীকের প্রার্থী মো. গজনবী পেয়েছেন ৩ হাজার ১৯১ ভোট।
ভোলা-৩ আসনে ১ লাখ ৭২ হাজার ৯১ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মেজর (অব) জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮১৫ ভোট।
ভোলা-৪ আসনে ২ লাখ ৪৪ হাজার ৩৬ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ৯১৮ ভোট।
সারাবাংলা/ইআ