Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে লোকালয়ে বুনোহাতির দল, তছনছ রেস্ট হাউজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১৪:৩৮

রাঙ্গামাটি: কাপ্তাই উপজেলায় লোকালয়ে এসে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) এলপিসি রেস্ট হাউজের রান্নাঘর তছনছ করে দিয়েছে বুনো হাতির দল।

রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত বুনো হাতির একটি পাল এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় রেস্ট হাউজ কর্তৃপক্ষ।

জানা গেছে, এসময় কর্তব্যরত আনসার সদস্যরা নিরাপদে সরে যান। বুনোহাতির দল রেস্ট হাউজের দরজা, জানালা ও রান্নাঘর ব্যাপক ভাঙচুর করে। একইদিন রাতে কাজী মাকসুদুর রহমানের বাবুলের কলাবাগান সাবাড়ের খবর পাওয়া গেছে।

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি ইউনিট শাখার সহ-ব্যবস্থাপক (হিসাব) বিলাস কুমার বিশ্বাস জানান, রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্যহাতি রেস্ট হাউজে প্রবেশ করে এবং রেস্ট হাউজের দরজা, জানালা ও রান্নাঘরের ব্যাপক ভাঙচুর করে। এসময় রেস্ট হাউজে অবস্থানরত সবাই ভয়ে দ্বিতীয়তলায় নিরাপদে আশ্রয় নেয়।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, ‘বনের মধ্যে খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে আসছে। এছাড়া নতুন করে কয়েকটি হাতি বাচ্চা দেওয়ার ফলে খাদ্যর সন্ধানে লোকালয়ে আসছে। বিষয়গুলো আমরা দেখছি।’

তছনছ বুনোহাতি রেস্ট হাউজ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর