সিরাজগঞ্জ-২ আসনে নারী নেত্রী হেনরী জয়ী
৮ জানুয়ারি ২০২৪ ১৪:৫১
সিরাজগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. জান্নাত আরা হেনরী বেসরকারিভাবে জয় লাভ করেছেন।
রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং অফিসারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
যমুনাপাড়ের নারী নেত্রী সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগ মনোনীত ড. জান্নাত আরা হেনরী ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঝন্টু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৮০ ভোট, মো. আব্দুর রুবেল সরকার গোলাপ ফুল প্রতীক পেয়েছেন ১ হাজার ২৪৪ ভোট, মো. সোহেল রানা সোনালী আঁশ প্রতীক পেয়েছেন ১ হাজার ১৩৮ ভোট ও সাদাকাত হোসেন খান বাবুল হাতুরী প্রতীক পেয়েছেন ৬৫৩ ভোট।
উল্লেখ্য, ড. জান্নাত আরা হেনরী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগে যুগ্ম-সাধারণ সম্পাদক। এর আগে তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাল করেন। জান্নাত আরা হেনরী নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথম ভোট করেন। সেবার বিএনপি মনোনীত প্রার্থী রুমানা মাহমুদের কাছে মাত্র ২১২১ ভোটে হেরে যান।
সারাবাংলা/ইআ