Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ভালো হয়নি: জিএম কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৪ ১৫:১০

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সার্বিকভাবে নির্বাচন ভালো হয়নি। আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। সরকার যেখানে নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছে সেখানেই নিরপেক্ষ হয়েছে। যাকে জেতাতে চেয়েছে সেটাই করেছে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর সেনপাড়ার বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘সরকারের নিয়ন্ত্রণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমার বিশ্বাস এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।’

একটি পক্ষ জাতীয় পার্টির রাজনীতি নষ্ট করার চেষ্টা করছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘এখানে সরকারও মদদ দিচ্ছে বলে আমার ধারণা। তবে দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান যেখানে ছিল সেখানেই আছে।’

আওয়ামী লীগ কথা দেওয়ার পরেও কথা রাখেনি উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘রোববার যে নির্বাচন হয়েছে তাতে আমরা আশানুরূপ ফলাফল পাইনি। আমরা একটা পরিবেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যেন প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং আমাদের প্রার্থীরা অর্থ এবং অস্ত্রের প্রভাবমুক্ত থাকবে। আওয়ামী লীগ আমাদের কথা দিয়েছিলেন, নিশ্চিত করেছিলেন। কিন্তু ভোটারদের হুমকি, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল করে ভোট দেওয়া হয়েছে। প্রশাসন সম্পূর্ণ তাদের পক্ষে কাজ করেছে।’

তিনি বলেন, ‘ঢাকা, চাঁদপুর, জামালপুর, কুমিল্লা, শেরপুরসহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের যথেষ্ট সম্ভাবনা ছিল বিজয়ী হওয়ার কিন্তু সেটা করতে দেওয়া হয়নি।’

সারাবাংলা/ইআ

জাতীয় পার্টি (জাপা) জিএম কাদের

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর