।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর খিলগাঁয়ে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাতনামা (২৬) এক যুবক মারা গেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে লাল মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে খিলগায়ের মোস্তফা মাঝি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, সকালে রামপুরা থেকে ডেমরা স্টাফ কোয়াটারগামী স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটির ভিতরে যুবকের মৃতদেহ পাওয়া গেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/এমএইচ
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook