এস আলমের অর্থপাচারের অভিযোগ নিয়ে শুনানি ১৫ জানুয়ারি
৮ জানুয়ারি ২০২৪ ২০:৪৬
ঢাকা: বিদেশে এস আলম গ্রুপের বিনিয়োগ বা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের শুনানি ১৫ জানুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ।
সোমবার (৮ জানুয়ারি) বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ঠিক করে দেন।
আদেশের বিষয়ে জানিয়েছেন আইনজীবী সাইফুল্লাহ মামুন। তিনি বলেন, প্রধান বিচারপতি আজ আদালতে উপস্থিত না থাকায় আদালত নট টুডে রেখেছেন, তার মানে আগামী সোমবার শুনানির জন্য তালিকায় থাকবে।
এর আগে, গত ২৩ আগস্ট এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর আজকের দিন (৮ জানুয়ারি) পর্যন্ত স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) জারি করেন চেম্বার জজ আদালত। আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে এস আলমের করা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছিলেন।
সেদিন আদালতে এস আলম গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কেসি, আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। অন্যদিকে ছিলে আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
এর আগে, গত ৬ আগস্ট বিদেশে এস আলম গ্রুপের বিলিয়ন ডলার অর্থপাচারের বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।
ওই দিন গত ৪ আগস্ট ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন হাইকোর্টের ওই বেঞ্চের নজরে আনেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।
এর আগে, গত ৪ আগস্ট ডেইলি স্টারে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ‘এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
যদিও বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ সংক্রান্ত কোনো অনুমতি তিনি নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এনএস