Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তের হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৪ ০০:১৫

গাইবান্ধা: জেলার সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ভরতখালী বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর কবিরের মা জহুরা খাতুন বলেন, ‘আমার চাচাতো ভাই আজ সকালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর পেয়ে আমি ও আমার ছেলে জাহাঙ্গীর কবির আজ সোমবার সকালে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গোটিয়াতে যাই। সেখানে জানাজা শেষে বিকেলে সিএনজিযোগে সাঘাটার নিজের বাড়িতে ফেরার সময় ভরতখালী বাজার মোড়ে অবস্থিত মোশাররফ হোসেন সুইট চেয়ারম্যানের অফিসের সামনে গেলে একদল দুর্বৃত্তরা আমাদের পথ রোধ করে।’

তিনি আরও বলেন, ‘তখন পথ রোধের কারণ জানতে চাইলে তারা কিছু না বলেই আমার ছেলেকে সিএনজি থেকে নামিয়ে লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে রেফার করে হাসপাতাল কতৃপক্ষ।

তার উপরে কেন হামলা হয়েছে?- এ ব্যাপারে প্রশ্ন করা হলে তার মা বলেন, ‘আমার ছেলে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে আমার ভাতিজি ফারজানা রাব্বী বুবলীর হয়ে কাজ করার কারণেই এই হামলা হয়েছে। আমি এই হামলাকারীদের দ্রুত বিচার চাই।’

এ ব্যাপারে আহত উপজেলা চেয়ারম্যানের বোন ফারিয়া রাব্বি বলেন, ‘আমার ভাই সাঘাটা-ফুলছড়ি আসনের নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের বিপক্ষে গিয়ে আমার চাচাতো বোন স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর পক্ষে কাজ করায় এই হামলা চালিয়েছে।’

এ ব্যাপারে গাইবান্ধা আধুনিক হাসপাতালের দায়িত্বরত জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘তার অবস্থা গুরুতর। শরীরের বিভিন্ন স্থানে একাধিক ফ্র্যকচার আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়ার জন্য রেফার করেছি।’

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর কারা হামলা করেছে, তা এখনো জানা যায়নি। এ নিয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’

সারাবাংলা/পিটিএম

উপজেলা চেয়ারম্যান টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর