যশোর: যশোরে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নির্বাচন প্রত্যাখান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে তারা এ লিফলেট বিতরণ করছিলেন।
বিএনপি নেতারা জানান, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। তারা সরকারের ভাগ বাটোয়ারার নির্বাচন বয়কট করে বিএনপির অসহযোগ কর্মসূচি অব্যাহত রেখেছেন। যে কারণে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে জনগনকে ধন্যবাদ লিফলেট বিতরণ করছিলেন তারা। কিন্তু পুলিশ কোনো উস্কানি ছাড়াই আকস্মিক লাঠিচার্জ শুরু করে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘যতই হামলা হোক অবৈধ সরকারের বিরুদ্ধে এ আন্দোলন অব্যাহত থাকবে।’