একে আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
২২ মে ২০১৮ ১২:৪৭ | আপডেট: ২২ মে ২০১৮ ১৪:৫৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।
মঙ্গলবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় দুদকে হাজির হন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ
এর আগে, গত ২৪ এপ্রিল দুদক থেকে ব্যবসায়ী একে আজাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। কর ফঁকি, বিদেশে অর্থপাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করা হয় হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদকে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তাকে আগামী ৯ মে দুদক কার্যালয়ে উপস্থিত হতে চিঠি পাঠানো হয়।
দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত চিঠিতে ৯ মে সকাল ১০টায় একে আজাদকে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। এর আগেও একবার একে আজাদকে দুদকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি অসুস্থতার কারণে বিদেশে থাকায় উপস্থিত হতে পারেননি।
সারাবাংলা/জিএস/এমএইচ
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook