ফের সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী
১০ জানুয়ারি ২০২৪ ১৩:৩২
ঢাকা: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সর্বসম্মতি ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে তিনি পঞ্চমবার ও টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন।
বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীকে পুনর্নির্বাচিত করা হয়েছে।
সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
সভায় সংসদ নেতা-উপনেতা ছাড়াও স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীকেই রাখার সিদ্ধান্ত হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।’
এর আগে, সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
সারাবাংলা/এএইচএইচ/এমও
উপনেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মতিয়া শেখ হাসিনা সংসদ নেতা