Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সংসদেও শক্ত ভূমিকায় থাকবে জাপা: জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ১৩:৫৫

গোলাম মোহাম্মদ কাদের, ফাইল ছবি

ঢাকা: গত সংসদে জাতীয় পার্টির (জাপা) যে শক্ত ভূমিকা ছিল, তা নতুন সংসদেও থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, গত সংসদে জাতীয় পার্টি বিরোধীদল ছিল। এবারও বিরোধীদলে থাকব। সংবিধান তাই বলে।

নির্বাচনে ভোট গণনাসহ নানা ধরনের অনিয়ম হয়েছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এবারের নির্বাচন সঠিকভাবে হয়নি।

নির্বাচনে জয়লাভের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে জয়লাভের অনুভূতি আনন্দেরই হয়। জনগণের সেবা করব। জাতীয় সংসদে জনগণের জন্য কথা বলব।

আপনারা শপথ নিচ্ছেন অপরদিকে দলীয় কার্যালয় আপনাদের নেতৃত্বের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভ করছে দলীয় নেতা-কর্মীরা— এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। আমাদের নেতৃত্বে কোনো ব্যর্থতা ছিল না। যা করা হচ্ছে সেগুলো কোনো অপশক্তির হস্তক্ষেপে হচ্ছে।

জাতীয় পার্টির ভরাডুবির কারণ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সঠিকভাবে হয়নি। বিভিন্ন জায়গায় অনিয়ম হয়েছে।

আরও পড়ুন

সারাবাংলা/এএইচএইচ/আইই

দ্বাদশ জাতীয় সংসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর